ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে নদী ভাঙন রক্ষায় মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ঝালকাঠিতে নদী ভাঙন রক্ষায় মানববন্ধন নদী ভাঙন রক্ষায় মানববন্ধনে এলাকাবাসী। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকালে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠীবাসীর ব্যানারে ঝালকাঠি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর দুলাল হোসেন, ব্যবসায়ী নজরুল ইসলাম, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু, ইলিয়াস খান, শফিকুল ইসলাম বাবুল, ফরিদ হোসেন ও রিয়াজ মুন্সি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‌'ঝালকাঠির কেন্দ্রীয় বাসস্ট্যান্ড-টার্মিনাল, মসজিদ, মাদ্রাসা, মৎস ভবন, কৃষি ভবন ও বসতবাড়িসহ অসংখ্য স্থাপনা নদী ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে। দীর্ঘ দিন ধরে সদর উপজেলার গুরুধাম ব্রিজ থেকে সুতালরী ব্রিজ এলাকার বসতঘর, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাই এ ভাঙনরোধে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসি।

কর্মসূচি শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসি।

বাংলা‌দেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।