রোববার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সেলু।
সভায় জেলা প্রশাসক মীর খায়রুল আলমের মধ্যস্থতায় পরিবহন মালিক-শ্রমিক ও হাবিপ্রবি কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
সভায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর শাহাদৎ হোসেন খানসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র নেতারা, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. জাহেদ হোসেন, জেলা মোটরপরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, সহ-সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরীসহ কার্যকরী পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
গত ২২ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় হাবিপ্রবি ছাত্রদের বহনকারী একটি বাসের সঙ্গে তৃপ্তি পরিবহনের একটি বাসের সাইড দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহারাজা স্কুল মোড়ে শ্রমিক ও ছাত্রদের মধ্যে সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়।
আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার দিনাজপুর হাবিপ্রবির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে রাস্তায় বাঁশ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় দু’টি বাসে অগ্নিসংযোগ করা হয়। এর প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে মোটরপরিবহন মালিক-শ্রমিক পক্ষ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
ফলে দিনাজপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় পরিবহন মালিক গ্রুপ, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও হাবিপ্রবি কর্তৃপক্ষ একে অপরকে দায়ী করে কোতোয়ালী থানায় পৃথক ৩টি মামলা করেন।
এ বিষয়ে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক মীর খায়রুল আলম হাবিপ্রতি কর্তৃপক্ষ, প্রশাসন, দিনাজপুর মোটরপরিবহন মালিক গ্রুপ ও জেলা মোটরপরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে কয়েক দফা বৈঠক করলেও কোনো সমাধান হয়নি। রোববারের বৈঠক ফলপ্রসূ হওয়ায় পরিবহন মালিক-শ্রমিক পক্ষ গত চারদিন ধরে চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়। পর বেলা ১টা থেকে দিনাজপুরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ওএইচ/