ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
মানিকগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রির দায়ে মামুন আলম খান (৫৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম মাহফুজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মামুন আলম মানিকগঞ্জ শহরের হাজী আবুল হোসেন খানের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মামুনকে আটক করা হয়। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক বিক্রির দায়ে ছয় মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।