ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে নৌকাবাইচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বাগেরহাটে নৌকাবাইচ নৌকাবাইচ। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে ভৈরব নদীতে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানের আয়োজনে এ বাইচ অনুষ্ঠিত হয়।

এতে বাগেরহাট, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার মোট ১৬টি নৌকা অংশ নেয়। এর মধ্যে নারীদেরও দু’টি নৌকা অংশ নেয়।

এসময় ভৈরব নদীর দু’পাশে হাজার হাজার দর্শক এ বাইচ দেখে আনন্দ উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। নৌকাবাইচ।  ছবি: বাংলানিউজবাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন-সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। নৌকাবাইচ।  ছবি: বাংলানিউজপ্রতিযোগিতায় বাগেরহাট সদরের ডেমা এলাকার ঝিলাম তালুকদারের নৌকা প্রথম, বারুইপাড়ার ভাই ভাই জলপরী দ্বিতীয় এবং বেমরতার জহিরুল ইসলাম মিঠুর নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

প্রথম স্থান অর্জনকারীকে ১ লাখ টাকা, দ্বিতীয়কে ৮০ হাজার এবং তৃতীয়কে ৫০ হাজার টাকা পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।