সোমবার (২৭ নভেম্বর) ভোরে ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। জামাল বোয়ালমারীর দৈবর্গ নন্দপুর গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে ও রাসেল সালথার ফুলবাড়িয়া গ্রামের ওয়াজেদ আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, ভোরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন ও উপ পরিদর্শক (এসআই) আজাদের নেতৃত্বে বোয়ালমারী থেকে জামালকে ও সালথা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের নেতা হলেন জামাল। জামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি ও রাসেলের বিরুদ্ধে সালথা থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার ডাকাত সদস্যদের বিরুদ্ধে শিবচরসহ আশেপাশের বিভিন্ন উপজেলায় ডাকাতির অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ