ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হাফিজ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ময়মনসিংহে হাফিজ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে হাফিজ উদ্দিন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

দণ্ডপ্রাপ্তরা হলেন-তোফাজ্জল হোসেন ও ফেরদৌস। মামলার বাকি ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবির এ রায় দেন।  

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া বাংলানিউজকে জানান, ২০০৪ সালের নভেম্বরে গফরগাঁও উপজেলার হাফিজ উদ্দিনকে হত্যা করেন আসামিরা।  

এ ঘটনায় তার স্ত্রী আক্তার খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত দুপুরে এ রায় দেন।  

বাংলাদেশ: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।