ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এনায়েতপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এনায়েতপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা যুগ্ম জজ-২ আদালতের নির্দেশে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস বাংলানিউজকে জানান, এনায়েতপুর কাপড়ের হাটের পাশে মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ শতাংশ নিজস্ব জায়গা দখল করে মার্কেট নির্মাণ করে কতিপয় ব্যবসায়ী।

এ ব্যাপারে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর স্কুলের প্রধান শিক্ষক মাও. আব্দুল আওয়াল বাদী হয়ে সিরাজগঞ্জ যুগ্ম জেলা জজ আদালত-২ এ একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে চলতি বছরের ২৩ মার্চ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন আদালত। এ পরিপ্রেক্ষিতে সোমবার আদালতের নাজির ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭টি দোকান উচ্ছেদ করে মূল জায়গা স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।