স্থানীয়রা জানান, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের তালুকদানা গ্রামের ইয়াছিন আলী গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাড়ির পাশে ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে পানির নিচ থেকে বুদবুদের মত গ্যাস বের হতে দেখেন। পরে স্থানটির চারদিকে বালু দিয়ে ভরাট করে ম্যাচ দিয়ে আগুন ধরানো হলে সেখানে আগুন জ্বলতে থাকে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার (২৭ নভেম্বর) স্থানীয়রা তা দেখার জন্য ভিড় জমান।
স্থানীয় সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব জানান, ইছামতি নদীর ওই স্থান ছাড়াও পাশের কয়েকটি স্থানে পানির নিচ থেকে বুদবুদ গ্যাস উঠছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি তিতাস গ্যাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
আরআই