সোমবার (২৭ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো সব ধরণের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ‘নো বিসিএস, নো ক্যাডার’ দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি পালনকালে নগরীর আনন্দ মোহন কলেজ ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে মানববন্ধনও করেন শিক্ষকরা।
এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, জাতীয়করণ করা কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে স্বতন্ত্র বিধিমালা তৈরির জন্য বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দাবি ন্যায়সঙ্গত। জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের কোনো ভাবেই বিসিএস ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্তি করা যাবে না। এটি করা হলে ক্যাডারভুক্ত শিক্ষকদের মর্যাদা ও পদোন্নতি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমএএএম/আরআইএস