এসময় মুন্নির বাবা মুনির আহাম্মদ ও তার হবু বর রহিম উদ্দিন দিদারকে সরকারি কাজে বাধা দেয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫শ’ টাকা করে জরিমানা করেন।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে হৈদ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে হৈদ বাড়ির মুনির আহম্মদের মেয়ে ও আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মুন্নির সঙ্গে সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রহিম উদ্দিন দিদারের (৩০) বিয়ের আয়োজন চলছিল।
পৌরসভা প্রশাসন থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমানকে ঘটনাস্থলে পাঠান। পরে বর ও কনের বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।
এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে মুন্নিকে ১৮ বছরের আগে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এসময় মুন্নির বাবা মুনির আহাম্মদ ও তার হবু বর রহিম উদ্দিন দিদারকে সরকারি কাজে বাধা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫শ’ টাকা করে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ