তিনি বলেন, একাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে সব ধর্মের মানুষ একাত্ম হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর এ পূণ্যভূমিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে যশোরের কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা পুজা উদযাপন পরিষদের বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইসমাত আরা সাদেক বলেন, স্বাধীনতা পরবর্তী এই ৪৭ বছরে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টির বিষবাষ্প নিয়ে অনেকেই নানা রকম খেলা করেছেন, কিন্তু কেউ তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেননি। এজন্যই বাঙালির জীবনে সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসব, ঈদুল আজহা ও শারদীয় দূর্গাপুজা। যে দুটি উৎসবে উভয় ধর্মের মানুষ একাকার হয়ে উৎসব পালন করে থাকে।
বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম ও কেশবপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার কুন্ডু।
আরো বক্তব্য রাখেন- কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানূর রহমান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন, সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, যশোর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি নন্দ দুলাল বসু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা।
অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব (উপ-সচিব) মঞ্জুরুল হাফিজ রাজু, সহকারী কমিশনার ভুমি কবীর হোসেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত, প্রতিমন্ত্রীর পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মাসুমবিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, সোহরাব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফয়সাল খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের নেতা গৌতম রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও প্যানেল মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহাদাৎ হোসেনসহ পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বিএস