ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বান্দরবানে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি বান্দরবানে অগ্নিকাণ্ড

বান্দরবান: বান্দরবানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।  

সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বনরূপা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে স্থানীয় মানস কুমার দাসের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ৬টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় স্থানীয় এক ব্যক্তি আহত হন।

বান্দরবান ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী পরিচালক ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।