সোমবার সকালে (২৭ নভেম্বর) জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের বাবড়িঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। এজাজুল চাপড়া সরমজানী ইউনিয়নের পশ্চিম চাপড়া ইটাপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, এজাজুল নিজেই ট্রাক্টরটির মালিক ও চালক। তিনি ভাড়ায় মানুষের জমি হাল চাষ করে দেন। সকালে হাল চাষ করে অপর একটি জমিতে চাষ দিতে যাওয়ার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে তিনি নিচে চাপা পড়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ