ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদ ফিরোজ-জাহাঙ্গী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
শহীদ ফিরোজ-জাহাঙ্গী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ফিরোজ-জাহাঙ্গী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ময়মনসিংহ: স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানে গুলিতে নিহত ময়মনসিংহের সর্বদলীয় ছাত্র নেতা ফিরোজ ও জাহাঙ্গীরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে নগরীর ঐতিহাসিক ফিরোজ-জাহাঙ্গীর চত্বরের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা করে স্থানীয় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর স্মৃতি পরিষদ।

ময়মনসিংহ জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত’র সভাপতিত্বে ও আব্দুল মোত্তালেব লাল’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, জাসদ নেতা রতন সরকার, মহানগর জাসদ সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, শিব্বির আহাম্মেদ লিটন, বিশিস্ট সাংবাদিক শামসুল আলম খান, মনিরা সুলতানা মনি, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

১৯৯০ সালের এই দিন সকালে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে বিনা উস্কানিতে পুলিশ গুলি করে বিপ্লবী ছাত্র সংঘের যুগ্ম-আহ্বায়ক শেখ মো. ফিরোজ এবং জাসদ ছাত্রলীগ ময়মনসিংহ পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে হত্যা করে।

সেই থেকে প্রতি বছর এ দিনটি শহীদ ফিরোজ-জাহাঙ্গীর দিবস হিসেবে পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।