ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে তিনি হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যান।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আটকেরা হচ্ছেন- ওই বাথানবাড়ির মালিক রাশিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম ( ৩৫), তার শ্বশুর খোরশেদ (৬০) ও শাশুড়ি মনিরা বেগম।
আলাতুলী ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ জানান, আলাতুলী নতুনপাড়া গ্রামে বাথানবাড়ির মালিক রাশিকুলের আসল বাড়ি। সেই বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে বিলের ভেতর গরু-ছাগল পালনের জন্য ওই বাথানবাড়িটি করা হয়েছিল। বাথানবাড়িটিতে রাশিকুল, তার স্ত্রী, ১৫ বছর বয়সী এক ছেলে এবং তার শ্বশুর থাকতেন।
রাশিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত। বছর চারেক আগে গরু-ছাগল পালনের সুবিধার জন্য তিনি ওই বাথানবাড়িটি বানিয়েছিলেন। তবে নির্জন চরাঞ্চল হওয়ায় বাড়িটিতে জঙ্গি কার্যক্রম চালানোর ব্যাপারে স্থানীয়রা কিছু টের পাননি।
মঙ্গলবার ভোর ৪টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে র্যাব-৫। র্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
রাজশাহী র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এসময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি করে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এরপর বিস্ফারণে বাড়িটিতে আগুন লেগে যায়।
জানতে চাইলে র্যাব-৫-এর অধিনায়ক বলেন, স্থানটি একেবারে জরাজীর্ণ দুর্গম চর এলাকা। খড় দিয়ে তৈরি করা একটি টিনশেড বাড়ি। সেখানে গরু-মহিষ পালন করা হয়।
**জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, গোলাগুলি চলছে
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসএস/আরআর