ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
নাটোরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

নাটোর: নাটোরে হেরোইন রাখার দায়ে খান জাহান (৫১) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ দণ্ডাদেশ দেন। খান জাহান বাগাতিপাড়া উপজেলার চিমনাপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ১১ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়ার চিমনাপুর গ্রাম থেকে খান জাহানকে গ্রেফতার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নের্তৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় তার বসতঘরের বাইসাইকেলের সিট কভারের ভেতর থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নাটোর সার্কেলের পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে ওইদিন রাতেই বাগাতিপাড়া মডেল থানায় একটি মামলা রুজু করেন। ওই মামলার শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুর দেড়টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।