মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে আটোর সীমান্তের ৩১৩ মেইন পিলারের ৩ এস সাব পিলার এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নিহত হওয়ার ঘটনায় বিজিবি লিখিত প্রতিবাদ জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে।
২৯ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. খন্দকার সাইফুল আলম বাংলানিউজকে জানান, বিএসএফ আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এ পতাকা বৈঠকে তাদের পক্ষে নেতৃত্বে ছিলেন ৪৮ বিএসএফের ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) উমেশ্বর রায়। নিহতের মরদেহ দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এর আগে, সকালে দিনাজপুর সদর উপজেলার আটোর সীমান্তের ৩১৩ মেইন পিলারের ৩ এস সাব পিলার এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়।
এ ঘটনায় বিজিবি দুই বাহিনীর অধিনায়ক পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান করে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আরআইএস/