মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্যবাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সুলতানা।
এ সময় জেলা ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন রাজু উপস্থিত ছিলেন।
বাংলানিউজকে ড্রাগ সুপার জানান, উপজেলার মেসার্স চাকলাদার ফার্মেসি এবং মেসার্স প্রশান্ত মেডিকেল হল বিপুল পরিমান আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে জব্দ করা হয়।
পরে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারা ভঙ্গের দায়ে ওই আইনের ২৭ ধারায় উভয় দোকানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় ।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
বিএস