ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনিয়মের অভিযোগে মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
অনিয়মের অভিযোগে মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

বাগেরহাট: চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহচান মিয়া শামীমকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) চেয়ারম্যানের পদটি শূন্য করে গেজেট জারি করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান মিন্টু। এর আগে ২২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

পরে ২৭ নভেম্বর বাগেরহাট জেলা প্রশাসন চিঠিটি গ্রহণ করে।

চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ ও মৎস্যজীবীদের চাল বিতরণে অনিয়ম, ওয়ারিশ সনদ, জন্ম সনদ ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা দিতে অনিয়মের অভিযোগ রয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে বিশেষ সভা করে গোপন ব্যালটে চেয়ারম্যানকে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ইউপি সদস্যদের ভোট গ্রহণ করা হয়। ভোটে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে, যা দুই তৃতীয়াংশের বেশি। এছাড়া বিভিন্ন সময়ে চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে অপসারণ করে মোরেলগঞ্জ ইউএনওকে পুটিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে গেজেট জারির নির্দেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ইউএনও মো. কামরুজ্জামান মিন্টু বাংলানিউজকে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পুটিখালী ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।