মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে গোলাকান্দাইল, চাঁন টেক্সটাইল ও হাবিবনগড় রাস্তায় লাঠিসোটা নিয়ে অবস্থান করে বাস চলাচল বন্ধ করে দেন তারা।
স্থানীয়রা জানায়, শনিবার (২৫ নভেম্বর) দুপুরে কাঞ্চন সেতু এলাকায় গোলাকান্দাইল থেকে কুড়িল বিশ্বরোড সড়কে গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কাঞ্চন পৌরবাসী সংগঠন, তারুণ্যের বিজ্ঞান, রূপগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন, পূর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশন, কালাদি লিজেন্ড ক্লাব, ব্যাচ ৯৯, পূর্বাচল জিকে একাডেমি, সলিমদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক নারী-পুরুষ।
এসময় তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, গোলাকান্দাইল থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত দুরত্ব প্রায় ১৩ কিলোমিটার। রাজধানীতে প্রবেশে এ এলাকার সবচেয়ে সহজ পথ হিসেবে এ পথটি ব্যবহার করা হয়। এছাড়া যাত্রীদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। কিন্তু গণপরিবহন চালু না থাকায় এখানে চলাচলরত ফিটনেস বিহীন টেক্সি, সিএনজি অটোরিকশা ও লেগুনা চালকরা ১০ থেকে ২০ টাকা ভাড়ার স্থলে ১০০ টাকা নিচ্ছেন। এসব গাড়িতে চড়ে যাত্রীরা প্রায় সময়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ কারণেই গণপরিবহন চালুর দাবি জানান তারা। এ দাবির পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ নভেম্বর) সকালে এ সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়। এতে যাত্রী সাধারণের মাঝে আনন্দ দেখা দেয়।
এদিকে মঙ্গলবার দুপুরে ফিটনেস ও কাগজপত্র বিহীন ট্যাক্সি, সিএনজি অটোরিকশা ও লেগুনা চালকরা এ রাস্তায় বিআরটিসি বাস চলাচল বন্ধ করে বাস থেকে যাত্রী নামিয়ে দেন। এসময় তারা যাত্রীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিআরটিসি বাস বন্ধের বিষয়ে আমার জানা নেই। পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিএ