বিলকিস আক্তার কালীকৃষ্ণনগর গ্রামের মধ্যপাড়া এলাকার সৌদি প্রবাসী মো. জাকির হোসেনের স্ত্রী ও এক ছেলে-তিন মেয়ের জননী।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বাকশীমূল ইউনিয়ন কালীকৃষ্ণনগর গ্রামের শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিলকিস আক্তার বিভিন্ন ব্যাংক, এনজিও ও প্রতিবেশীদের কাছ থেকে ঋণ নিয়ে স্বামী জাকিরকে বিদেশ পাঠায়। আর্থিক সংকটের কারণে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় সবাইর অজান্তে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে বাংলানিউজকে জানান, নিহত বিলকিস আক্তার মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ওএইচ/