মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে যশোর শহরের চিত্রা মোড়ের অদূরে ওজোপাডিকো অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সৈয়দআলীপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আহতরা হলেন- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সৈয়দআলীপুর গ্রামের আব্দুল খালেক ওরফে শওকত (৫৮), একই জেলার কালীগঞ্জ উপজেলার বন্দিপুর গ্রামের আব্দুল মালেক (৫০) ও একই উপজেলার মুড়োগাছা গ্রামের সবুর হোসেন (৪৮)।
প্রতক্ষদর্শী শ্রমিক আমিনুলসহ কয়েকজন বাংলানিউজকে জানান, বিকেলে ওই অফিসের সামনে নতুন ড্রেন নির্মাণ কাজের জন্য মাটি খোঁড়া শুরু করলে পাশের ইটের প্রাচীর ভেঙে শ্রমিকদের ওপর পড়ে। এতে হাবিবুর রহমানসহ ওই তিনজন গুরুতর আহত হন। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনায় আহতরা চিকিৎসাধীন।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার পথেই হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে। তবে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ইউজি/এসআরএস