মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে দুদকের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন-হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম পাঠান ও টেকনোলজিস্ট রেজাউল করিম।
দুদক সূত্র জানায়, মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক মো. নাছির মিয়াকে হাসপাতালের যাবতীয় কাজ দেওয়ার কথা বলে আড়াই লাখ টাকা ঘুষ দাবি করেন আশরাফুল ও রেজাউল। পরে তিনি তাদের তিন দফায় সেই টাকা দিয়েও কোনো কাজ পাননি। পরে বাধ্য হয়ে ঢাকা দুদক অফিসে বিষয়টি জানান তিনি। এর প্রেক্ষিতে মঙ্গলবার এ অভিযান চালায় দুদক।
জানা গেছে, নরসিংদীর সিভিল সার্জন সুলতানা রাজিয়ার নাম ভাঙিয়ে তার অজান্তে ঠিকাদারসহ বিভিন্ন ক্ষেত্র থেকে ঘুষ নিতেন আশরাফুলসহ একটি চক্র। ঠিকাদাররা বিল নিতে গেলেই তিনি সিভিল সার্জনের নাম ভাঙিয়ে মোটা অংকের টাকা দাবি করতেন। কিছুদিন আগে হাসপাতালের লন্ড্রি ঠিকাদার মায়ের দোয়া ট্রেডার্সের মালিক নাসির মিয়ার লন্ড্রি বিল করা হয় চার লাখ ৬৮ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসআই