মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার নারায়ণপুর গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত হেনা বেগম ওই গ্রামের মাহমুদ আলীর স্ত্রী।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বাংলানিউজকে বলেন, লোকমুখে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি, তবে তদন্ত না করে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
স্থানীয় এলাকাবাসী জানান, নারায়ণপুর গ্রামের প্রবাসী আব্দুল আলীমের স্ত্রী আইনুর বেগমকে কয়েকটি এনজিও থেকে নিজ নামে ঋণ নিয়ে দিয়েছিলেন হেনা বেগম। সময়মতো কিস্তি দিতে না পারায় এনজিও প্রতিনিধিরা হেনা বেগমকে চাপ দিতে থাকেন।
সর্বশেষ সোমবার (২৭ নভেম্বর) জাগরণী চক্র ফাউন্ডেশন এবং আশা নামে দুই এনজিওর কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় উভয় এনজিওর কর্মীরা তাকে হেনস্থা করেন। এরপর হেনা বেগম গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এর দুই মাস আগে একই উপজেলার পাতিবিলা গ্রামের আরেক নারী এনজিওর কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ইউজি/এমজেএফ