বুধবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ৯টা থেকে সেতুর উভয় প্রান্তে বাস চলাচলের লেনটি চালু হলেও এখনো বন্ধ রয়েছে ট্রাক চলাচলের লেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশার কারণে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এতে বাস চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও কোনো যানজট নেই। তবে, ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক। কুয়াশা পুরোপুরি কেটে গেলে সবকিছু স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসআই