ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর ২ প্রান্তে যান চলাচলে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর ২ প্রান্তে যান চলাচলে ধীরগতি ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ: ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ৯টা থেকে সেতুর উভয় প্রান্তে বাস চলাচলের লেনটি চালু হলেও এখনো বন্ধ রয়েছে ট্রাক চলাচলের লেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশার কারণে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সকাল সোয়া ৯টার দিকে শুধু বাস চলাচলের লেনটি ছেড়ে দেওয়া হয়।

এতে বাস চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও কোনো যানজট নেই। তবে, ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক। কুয়াশা পুরোপুরি কেটে গেলে সবকিছু স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।