ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ গ্যাস সিলিন্ডার, দুর্ঘটনার শঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ গ্যাস সিলিন্ডার, দুর্ঘটনার শঙ্কা ঝুঁকিপূর্ণভাবে এসব গ্যাস সিলিন্ডার বিক্রিতে রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক বাজারগুলোতে অবৈধভাবে গড়ে উঠেছে দেড় শতাধিক গ্যাস সিলিন্ডারের দোকান। সরকারি নির্দেশ অমান্য করে যেখানে-সেখানে দোকান দিয়ে প্রতিদিন শত শত গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ বিক্রিও চলছে।

যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ স্থানীয়রা।

সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নিয়ে গ্যাস সিলিন্ডারের ব্যবসা ও দোকানে কেনা-বেচার বিধান রয়েছে।

কোনো অবস্থাতেই যেখানে-সেখানে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের ব্যবসা করা যাবে না বলেও সরকারি প্রজ্ঞাপন জারি রয়েছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইংখালী ও পালংখালী, কুতুপালংয়ের লম্বাশিয়া, মধুরছড়া, জামতলী ও ময়নার ঘোনা, টেকনাফের লেদা, উনচিপ্রাং ও শামলাপুরে রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক বাজারে রাতারাতি গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের এসব দোকান।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব দোকানের কোনো বৈধ কাগজপত্র নেই। অবৈধভাবেই রোহিঙ্গাদের কাছে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, রোহিঙ্গাদের মাঝে গ্যাস ও সিলিন্ডারের চাহিদা বেশি থাকায় ক্যাম্প বাজারগুলোতে দোকান দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। পিক-আপ, ট্রাক ও ডাম্পারযোগে প্রতিদিনই শত শত গ্যাস সিলিন্ডার মজুদ করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বাংলানিউজকে বলেন, ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন তারা।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খালেদ মাহমুদ বাংলানিউজকে জানান, বিষয়টি তাদের নজরে রয়েছে। দ্রুত এসব দোকান বন্ধের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
টিটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।