পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০তম বর্ষপূতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সন্তু লারমা/ছবি: বাংলানিউজ
ঢাকা: শেখ হাসিনার সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক বিষয় বাস্তবায়ন না করে ফেলে রেখে চুক্তি বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
বুধবার (২৯ নভেম্বর) হোটেল সোনারগাঁওয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০তম বর্ষপূতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সন্তু লারমা বলেন, চুক্তির ৭২টি ধারার মধ্যে মাত্র ২৫টি বাস্তবায়ন হয়েছে।
সমিতি ঘোষণা করছে, এ চুক্তি বাস্তবায়ন করা না হলে ২০১৬ সালে ঘোষিত দশ দফা কর্মসূচির ভিত্তিতে অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে। চুক্তি বিরোধী সব কার্যক্রম প্রতিরোধ করবে এবং সংগঠিত করা হবে বৃহত্তম আন্দোলন।
এসময় উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ, অধ্যাপক মেসবাহ কামাল, মানবাধিকার কর্মী নুমান আহম্মদ খান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
কেজেড/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।