বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দিকে ওই যাত্রীরা ভারতে যাওয়ার সময় আটক করা হয়।
আটকরা হলেন- শরীয়তপুররে হাজি সাফদার মাতবরকান্দি উপজেলার নাওডুবা জাজিরা গ্রামের ইব্রাহিম মাতম্বরের ছেলে ইলিয়াজ (৪২) ও গোপালগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর খানের ছেলে মোহাসিন খান(৪৫)।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানা যায়, স্বর্ণ পাচারের বিষয়ে তাদের কাছে আগে থেকে তথ্য ছিল। বেনাপোল কাস্টমস-চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাদের আটক করা হয়। এ সময় তারা প্রথমে অস্বীকার করলেও পরে শরীর তল্লাশি চালিয়ে দু’জনের প্যান্টের মধ্য থেকে পাঁচটি করে মোট ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এজেডএইচ/জিপি