বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনটির ঢাবি শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তুহিন কান্তি দাস।
তিনি বলেন, অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে ১ ডিসেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এ সময় ছাত্র প্রতিনিধি নিয়ে পূর্ণাঙ্গ সিনেট গঠন করা ও হল সংসদ কার্যকর করারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভা মজুমদার, ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসকেবি/এমএ