বুধবার (২৯ নভেম্বর) সকালে ওই এলাকার তৌফিক হাসানের ভাড়া দেওয়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত সাথী পার্বতীপুর শহরের পোড়াভিটার মহেবুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে শিবলী সাদিক নামে এক ব্যক্তি স্ত্রী নিয়ে ওই বাসা ভাড়া নেন। তিনি স্থানীয় একটি পেট্রোল পাম্পের কর্মচারী। বুধবার সকালে সাদিক ও তার পরিবারের কাউকে না দেখে খোলা দরজা দিয়ে ঘরে ঢোকেন প্রতিবেশীরা। এসময় তাদের ভাড়া বাসার দুই ঘরে অজ্ঞাতপরিচয় নর-নারীর গলা কাটা বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার জাকির হোসেন খান।
তিনি বাংলানিউজকে জানান, অসামাজিক কর্মকাণ্ডের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় বাসার মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে সকাল থেকেই বাসাটির ভাড়াটিয়া দম্পতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ সুপার আরো জানান, ওই বাসায় কী করে বহিরাগত নর-নারী এসেছিলেন এবং কেনই বা এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
টিএ/এসআই