বুধবার (২৯ নভেম্বর) দুপুুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- আতিক হাসান মানিক, শুভ, স্বাধীন, আশিক, রাব্বি, সম্রাট, মুক্তার হোসেন, বিপ্লব, আপেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অত্র এলাকায় হঠাৎ করে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় রায়হান নামে নিরপরাধ যুবককে প্রাণ দিতে হয়েছে। অবিলম্বে রায়হান হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমবিএইচ/জিপি