ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহতের মামলায় হেলপার কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহতের মামলায় হেলপার কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহতের মামলায় ঘাতক ট্রাকের হেলপার জুয়েল রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা আমলী আদালতে তিনি আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬ মার্চ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে ট্রাক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। পরে দামুড়হুদা থানার উপ পরিদর্শক আমজাদ আলীর তদন্ত প্রতিবেদনে ট্রাকের চালক রাজিবের বেপরোয়া গাড়ি চালানো ও হেলপার জুয়েল রানার অসতর্কতাকে দায়ী করা হয়।

এ মামলার প্রধান আসামি ট্রাক চালক রাজিব পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।