বুধবার (২৯ নভেম্বর) সকালে শহরের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কৃষাণী সভার জেলা এবং মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কৃষক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি মো. হারুন ভান্ডারীর সভাপতিত্বে মানববন্ধনে কৃষাণী সভার জেলা কমিটির সভানেত্রী রেহানা বেগম মিতু, কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হালিম মোহরী, প্রচার সম্পাদক ইউসুব আকন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রকৃত ভূমিহীন কৃষক-শ্রমিক তাদের ন্যায্য অধিকার পায়নি এখনও। নতুন নতুন আইন হলেও সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। ঘুরে ফিরে রাষ্ট্র ক্ষমতা পালাবদল হলেও কোনো সরকারই প্রকৃত ভূমিহীনদের চিরস্থায়ীভাবে খাস জমি বরাদ্দ দেয়নি।
তাই অবিলম্বে এসব খাস জমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।
এদিকে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএস/আরআইএস/