মুক্তাগাছায় ইটভাটা অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় আভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম উপজেলার বিভিন্ন ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে ৬ টি ইটভাটাকে মোট ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সনাতন পদ্ধতির ইটভাটাগুলোকে আধুনিক পদ্ধতিতে দ্রুত রুপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএএএম/ওএইচ/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।