ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারী নির্যাতন বন্ধে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
নারী নির্যাতন বন্ধে বরিশালে মানববন্ধন বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে নারীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘সবাই মিলে এগিয়ে চলি, নারী নির্যাতন বন্ধ করি’ এই স্লোগানে নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষে নগরের অশ্বিনী কুমার হলের সামনে ওয়াই কেয়ার ইন্টারন্যাশনালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়াই কেয়ার ইন্টারন্যাশনাল বরিশাল শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা এ্যাঞ্জেলা বাড়ৈ, প্রজেক্ট অফিসার কৃষ্ণা কাদেরী হালদার, অক্সফোর্ড মিশন হাই স্কুলের শিক্ষিকা দিপালী বাইন, রিভা মঞ্জিলিকা সাহা, মেরী সুচিত্রা ঢালী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সবাইকে পারিবারিক সহিংসতা বন্ধের আহ্বান জানান।  

এদিকে মানববন্ধন শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।