বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা এ দণ্ড দেন। নাজমুস সাকিব সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষায় ওই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শামীম রেজা নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে নাজমুস সাকিব পরীক্ষা দিচ্ছিলেন। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এসময় ঝিনাইদহ সদর থানার উপ পরিদর্শক (এসআই) কবীর ও উপ পরিদর্শক (এসআই) প্রবীর সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
টিএ