বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়ীয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রুহুল আমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুরে।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিকুল্লাহ বাংলানিউজকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স (সম্মান) দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে রুহুলকে সন্দেহ হয়। পরে কেন্দ্রে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
আরবি/