ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীকে স্মরণ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীকে স্মরণ 

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন প্রথিতযশা সাংবাদিক জগলুল হায়দার চৌধূরী। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ অনেক বিশিষ্টজনের বন্ধু ছিলেন তিনি। সময়টা ১৯৬৯ সাল। পূর্ব পাকিস্তান তখন গণআন্দোলনে উত্তাল হয়ে গণঅভ্যুত্থানের পথে। তখন পাকিস্তান অবজারভারের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন জগলুল আহমেদ চৌধূরী।

 

কোলকাতা, দিল্লি, করাচি, লন্ডন, নিউইয়র্ক, ওয়াশিংটন প্রেসক্লাব বা বন্ধুমহলে পরবর্তীকালে যিনি ‘জ্যাক’ নামে ব্যাপক জনপ্রিয় ও পরিচিত হয়ে উঠেছিলেন। সেই জগলুলই প্রথম সেই ৬৯এর অগ্নিগর্ভ সময়ে আমাকে নিয়ে, আমার নাম ধরে প্রথম প্রতিবেদন তৈরি করেছিলেন।

গণমাধ্যমে সেই প্রথম নেতা হিসেবে পরিচিতি পেয়ে পুলকিত হয়েছিলাম। তাকে ডেকে জানতে চেয়েছিলাম, ‘ভাই তুমি কোথায় পড়ো?’ সেই থেকে জগলুলের সঙ্গে আমার পরিচয়। যা তার মৃত্যুর সময় পর্যন্ত অটুট ছিলো। এভাবেই প্রয়াত সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীকে স্মরণ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, জগলুল আহমেদ চৌধূরী একজন প্রথিতযশা সাংবাদিক; সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। কর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। জগলুল আহমেদ চৌধূরী ছিলেন বিনয়ী। তার মধ্যে অহঙ্কার বলে কিছু ছিল না। সকলের আপন ছিলেন তিনি। তার আচার-ব্যবহার ছিলো খুবই পরিশীলিত ও মার্জিত। সব সময়ই হাসিখুশি থাকতেন। ছাত্রজীবন থেকে মৃত্যু পর্যন্ত তিনি সাংবাদিকতা পেশায় একনিষ্ঠ ছিলেন।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রয়াত জগলুল আহমেদ চৌধূরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এভাবেই আবেগঘন স্মৃতিচারণ করছিলেন জগলুল আহমেদ চৌধূরীর কাছের মানুষ মন্ত্রী তোফায়েল আহমেদ। সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী স্মৃতি ট্রাস্ট এই স্মরণসভার আয়োজন করে।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ও সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী স্মৃতি ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, জগলুল আহমেদ চৌধূরী আমার খুব কাছের বন্ধু ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার মৃত্যুর পর আমাদের প্রতি রমজানের আড্ডাটি বন্ধ হয়ে গেছে।  

তার স্মৃতিকে স্মরণ করে প্রতিবছর দু’তিন জন তরুণ সাংবাদিককে পুরস্কার দেয়া হবে বলেও ঘোষণা দেন স্মৃতি ট্রাস্টের  সভাপতি মন্ত্রী কামরুল ইসলাম ।

তিনি আরো বলেন, যারা আন্তর্জাতিক বিষয়ে লেখা-লেখি করেন, সেইসব তরুণ লেখককে উৎসাহিত করার জন্যই স্মৃতি ট্রাস্টের ফান্ড থেকে প্রতিবছর তার মৃত্যুবার্ষিকীতে এই পুরস্কার দেয়া হবে।

স্মরণসভায় দ্য ডেইলি স্টার-এর  সম্পাদক মাহফুজ আনাম বলেন, জগলুল আহমেদ চৌধূরী উঁচুমানের সাংবাদিক ছিলেন। সৎভাবে আদর্শ ধরে রেখে জীবন-যাপন করেছেন তিনি। জগলুল আহমেদ চৌধূরী দাওয়াত দিতে পছন্দ করতেন। কেউ সমস্যায় পড়লে তার পাশে গিয়ে দাঁড়াতেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, দৈনিক সাংবাদ-এর  সম্পাদক খন্দকার মনিরুজ্জামান,  বাসস-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক  আজিজুল ইসলাম ভূঁইয়া, সাংবাদিক স্বপন সাহা, সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর বড় ভাই রোকন উদ্দিন আহমেদ চৌধুরী, বোন হেলেনা বেগম, চাচাতো ভাই আশরাফ চৌধুরী, শহিদ উদ্দিন চৌধুরী, বাংলাবাজার পত্রিকার সম্পাদক জাকারিয়া খান ও দেলোয়ার রানা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ভোরের কাগজ সম্পাদক এবং সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী স্মৃতি ট্রাস্টের সদস্যসচিব শ্যামল দত্ত।  

২০১৪ সালের ২৯ নভেম্বর সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠিত টক শোতে অংশ নিতে যাওয়ার সময় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পশ্চিম পাশে অবস্থিত পুলিশ বক্সের সামনে বাস থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
আরএম/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।