ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় চোরাই পণ্যসহ ২ চোরাকারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
কুমিল্লায় চোরাই পণ্যসহ ২ চোরাকারবারি আটক চোরাই পণ্য ও মাদকদ্রব্য/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় চার লাখ টাকার মাদকদ্রব্য ও অন্য চোরাই পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটকরা হলেন- কুমিল্লা সদরের বিজয়পুর এলাকার মো. হারুন মিয়ার ছেলে মো. ইয়াছিন আলী (৩০) ও একই উপজেলার মতিনগর গ্রামের মো. মমিন মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৮)।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে বিজিবি-১০ এর পক্ষ পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে জানানো হয়, মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর (লহ্মীপুর পোস্ট) বিওপি’র বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে লহ্মীপুর ব্রিজের সামনে থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ বোতল হুইস্কি এবং অন্যান্য বিওপি’র এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২০ বোতল হুইস্কি, ২০ কেজি গাঁজা, ৩২৫ বোতল ফেনসিডিল, ৭টি শাড়ি, ২০টি হরলিক্স, ৯২০টি চকলেট জব্দ করা হয়। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হযেছে।

জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৮১ হাজার ৯ শ’ টাকা। যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি- ১০ এর অতিরিক্ত পরিচালক মো. শহীদুল আলম নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।