‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় বুধবার (২৯ নভেম্বর) কবি হেয়াত মামুদ ভবনের ১০১ নম্বর কক্ষটিতে প্রধান পরিদর্শকের দায়িত্ব পালন করেন তিনি।
এ সময় ওই কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ইমাম কাম-খতিব রকিব উদ্দিন আহমেদ।
এদিকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় করণীয় নিয়ে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিকেলে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন ও সঠিক সময়ে ফল প্রকাশের বিষয়ে নির্দেশনা দেন উপাচার্য ।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা এবং বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ই-ইউনিটভুক্ত প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভর্তি পরীক্ষা হবে। অনুষদের বিভিন্ন বিভাগে ১০০ আসনের বিপরীতে মোট ৬ হাজার ৮৮৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এই হিসেবে প্রতি আসনে লড়ছেন ৬৯ জন ছাত্র-ছাত্রী।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএ/