ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মামলা জট কমাতে গ্রাম আদালতকে সক্রিয় করতে হবে

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
মামলা জট কমাতে গ্রাম আদালতকে সক্রিয় করতে হবে কর্মশালায় প্রধান অতিথি বিচারপতি শওকত হোসেন। ছবি: বাংলানিউজ

রংপুর: মামলা জট কমাতে গ্রাম আদালতকে সক্রিয় করার তাগিদ দিয়ে বিচারপতি শওকত হোসেন বলেছেন, বিচারক যখন কোর্টে বসবেন, তখন নিজেকে বিচারক হিসেবেই ভাবতে হবে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বদরগঞ্জ উপজেলা প্রশাসনের সভাকক্ষে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক’ এ কর্মশালা আয়োজনে সহযোগিতায় ছিল ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম ও রুবিনা আকতার।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী (অব.) আজমল হক, গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক, বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টুটুল চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান, গোপালপুর ইউপি চেয়ারম্যান আজিজার রহমান, রামনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বদরগঞ্জ গ্রাম আদালতের সমন্বয়কারী সুরাইয়া আকতার, সাংবাদিক শ্যামল লোহানী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।