বুধবার (২৯ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী এ জরিমানা করেন।
সোলেমান আলী জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী খানসামা উপজেলার পাকেরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত হাবিব মেডিকেল সেন্টারকে এক হাজার টাকা, মা ফার্মেসিকে পাঁচশ টাকা, হাজী ফার্মেসিকে পাঁচশ টাকা, এএইচ ফার্মেসিকে পাঁচশ টাকা, দুহশুহ ফার্মেসিকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।
যে সব ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষওধ এবং লাইসেন্স বিহীনভাবে ব্যবসা করবে ওইসব ফার্মেসিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোলেমান আলী।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ওএইচ/