নির্দেশনায় আরো বলা হয়েছে- ৭ ডিসেম্বর বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন সিইসি।
সিইসি নূরুল হুদা ৬ ডিসেম্বর বিকেলে রংপুর যাবেন।
এদিকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় স্থানীয় সরকারের ১৩৩টি নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার করণীয় ঠিক করতে সিইসি বিভিন্ন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করবেন আগামী ১০ ডিসেম্বর। নির্বাচন কমিশনের অডিটরিয়ামে এ বৈঠকটি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
১৩৩ টি নির্বাচনের মধ্যে ৪টি পৌরসভায় সাধারণ, ৩টি পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৩৪ ইউপিতে সাধারণ ও ৯১ ইউপিতে উপ-নির্বাচন, একটি উপজেলায় সাধারণ নির্বাচন হবে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ইইউডি/এএ