ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে শিশু অপহরণের ঘটনায় দম্পতি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
আশুলিয়ায় পুলিশ পরিচয়ে শিশু অপহরণের ঘটনায় দম্পতি আটক শিশু সাজ্জাদুর রহমান সাকিব

আশুলিয়া (সাভার): আশুলিয়ার নয়ারহাট এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে বাড়িওয়ালার শিশুকে অপহরণের ঘটনায় এক দম্পতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে আশুলিয়ার চাকলগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রোমান হোসেন ও তার স্ত্রী প্রিয়া আক্তার (২২)।

রোমানের বাড়ি মাগুরা জেলায়। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাকলগ্রাম এলাকার আনোয়ার হোসেনের বাড়িটি ভাড়া নেন।

বাড়িওয়ালা আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, তার চার বছরের ছেলে সাজ্জাদুর রহমান সাকিবকে তারা জুস খাইয়ে কৌশলে অপহরণ করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, সকালে প্রিয়া শিশুটিকে অপহরণ করে কিছুক্ষণ পরে নিয়ে যাবে বলে কৌশলে আঞ্জুমান নামে এক মহিলার কাছে রেখে আসেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও প্রিয়া না আসায় আঞ্জুমান তার ছেলেকে দিয়ে এলাকায় মাইকিং করান। মাইকিংয়ে এ খবর পেয়ে শিশিটির পরিবার গিয়ে তাকে উদ্ধার করে। এ পরিপ্রেক্ষিতে এলাকাবাসী প্রিয়া ও তার স্বামী রোমানকে আটক ধরে পুলিশে সোপর্দ করে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বাংলানিউজকে বলেন, প্রিয়া নামে ডিবি উত্তরে কোনো পুলিশ সদস্য নেই। পুলিশের নাম ভাঙিয়ে একটি চক্র এ ধরনের অপকর্ম করছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।