বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগ থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন রামরু নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার, সাবেক মেজর জেনারেল এ এম এস এ আমিন।
ড. সি আর আবরার বলেন, রোহিঙ্গা সমস্যা একটা আন্তর্জাতিক সমস্যা। তাই এর সমাধান শুধু সরকারের উপর ছেড়ে দিলে হবে না। নাগরিক সমাজের উপর এর দায়িত্বের হাত থাকবে এবং আমাদের এ ব্যাপারে সক্রিয় হতে হবে। শুধু বাংলাদেশের মধ্যে না, এটাকে আন্তর্জাতিকীকরণ করতে হবে। অন্যান্য দেশের নাগরিক সমাজের সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচার করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসকেবি/এসএইচ