বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও বাম মোর্চার ডাকা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অর্ধদিবস হরতালের অবস্থা ছিলো এমনই।
ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের আহ্বান করা হলেও সিলেট নগরীতে যানবাহন চলেছে যথারীতি।
সিলেট থেকে আঞ্চলিক ও আন্তঃজেলা সড়কে যানবাহনও চলেছে। হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে হরতালের সমর্থনে নগরীতে মিছিল ও পথসভা করেছেন বাম দলের নেতা-কর্মীরা। নগরীর চৌহাট্টা পয়েন্টে পথসভা করতে দেখা যায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বাংলানিউজকে বলেন, হরতাল চলাকালে নগরী বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছিলো। অন্যান্য দিনের মতো জনজীবন ছিলো স্বাভাবিক। যথারীতি যানবাহনও চলাচল করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত ২৩ নভেম্বর বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার পর বিকেলে বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা। এ হরতালে সমর্থন দিয়েছে বিএনপিও।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এনইউ/এমএ