বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জমিয়াতুল মোদার্রেছীন সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
মাদরাসা শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, দেশ দিনে দিনে উন্নত দেশের দিকে এগিয়ে চলছে। আপনাদেরকেও এ উন্নয়নের জোয়ারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-অনুষ্ঠানের সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ নেছারউদ্দিন ওয়ালিউল্লাহী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ বরুড়া উপজেলার আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নাসিমুল আলম চৌধুরী নজরুল এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমেদ।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরআর