বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় কয়া সীমান্তের রাম ভদ্রপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আয়েশা বেগম মিয়ানমারের রাখাইন রাজ্যের মৃত হোসেন আহম্মদের স্ত্রী।
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ মো. আনিছুল হক বাংলানিউজকে জানান, ওই নারী মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের কুতুপালং আশ্রয় শিবিরে থাকতেন। এ অবস্থায় কাজ দেওয়ার কথা বলে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে তাকে সহ আরো চার জনকে নিয়ে আসে স্থানীয় একটি দালাল চক্র। পরে তাদের বিভিন্ন স্থানে ছেড়ে দেয় চক্রটি।
বিকেলে ওই নারীকে আবারো কুতুপালং আশ্রয় শিবিরে পৌঁছে দেওয়ার জন্য বিজিবি সদস্যরা ইতোমধ্যেই রওয়ানা দিয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এনটি