চলতি অর্থ বছরে ২০১৭-১৮ সালে জেলার ১৩টি উপজেলার ১০২টি ইউনিয়ন ও ৯টি পৌরসভার বয়স্ক ও বিধবারা তালিকাভুক্ত হয়েছে।
দিনাজপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু জানান, চলতি অর্থ বছর ২০১৭-২০১৮ সালে জেলার ১৩টি উপজেলার ১০২টি ইউনিয়ন ও ৯টি পৌরসভার ১ লাখ ১১ হাজার ৫৩৩ জন বয়স্ক এবং বিধবাদের তালিকাভুক্ত করা হয়েছে।
চলতি অর্থ বছরে নতুন করে ১০ হাজার ৪০৪ জন বয়স্ক ও বিধবাকে নতুন ভাতা’র তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের ভাতা প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন করে তালিকাভুক্ত হওয়াদের ভাতা প্রদানে অতিরিক্ত ৬ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার টাকা প্রয়োজন হওয়ায় উক্ত বরাদ্দ সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রদান করা হয়েছে। চলতি বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ৪ মাসের ভাতা সংশ্লিষ্ট উপজেলার সোনালী ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে প্রদান করা হয়েছে। জেলায় তালিকাভুক্ত বয়স্ক, বিধবাদের মধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন ৭৬ হাজার ৫৭৭ জন। এর মধ্যে গত অর্থ বছরে ছিল ৬৯ হাজার ৩৪৩ জন এবং চলতি অর্থ বছরে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ৭ হাজার ২৩৪ জন। জেলায় মোট ৩৪ হাজার ৯৫৬ জন বিধবাকে ভাতা প্রদান করা হচ্ছে। এর মধ্যে গত অর্থ বছরে ৩১ হাজার ৭৮৬ জন ভাতা গ্রহণের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। চলতি অর্থ বছর নতুন করে ৩ হাজার ১৭০ জনকে তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি জানান, দেশের তৃণমূল পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর বয়স্ক ও বিধবা অসহায় নাগরিকেরা যাতে সুন্দরভাবে জীবন-যাপন করতে পারে, বর্তমান সরকারের সে লক্ষ্য বাস্তবায়নে সমাজ সেবা অধিদপ্তর এই ভাতা কার্যক্রম চলমান রেখেছে।
দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর গ্রামের বিধবা নছিমন বেওয়া (৭০) জানান, তিনি ৬ সন্তানের জননী। তার ছেলে-মেয়েরা ঠিকমত দেখাশোনা করে না। গত ৬ বছর থেকে তিনি বর্তমান সরকারের দেয়া মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন। ওই টাকা দিয়ে ও স্বামীর রেখে যাওয়া কিছু জমির ধান থেকে তার বছরের খাবার যোগান হয়। বর্তমানে সরকারের ভাতা পেয়ে তিনি ভালই আছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরআই