ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে আর্থিক ব্যবস্থাপনা নীতিমালা বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
কিশোরগঞ্জে আর্থিক ব্যবস্থাপনা নীতিমালা বিষয়ক কর্মশালা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে আর্থিক ব্যবস্থাপনা নীতিমালা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পপি পার্ট মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এলনা প্রজেক্ট, পপি ও অক্সফাম-এর সহায়তায় কর্মশালার আয়োজন করে অ্যাকশন ফর রুরাল ডেভলপমেন্ট (এআরডি)।

এআরডি’র নির্বাহী পরিচালক মো. কামরুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন- সাদ বাংলাদেশের মো. মতিউর রহমান সাগর।

কর্মশালায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. দুলাল মিয়া, পপি এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ কামরুল হোসেন, প্রকল্প কর্মকর্তা সামচুন নাহার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।